[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

শপথ ছাড়াই প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন ইশরাক, ‘ক্রিমিনাল অফেন্স’ বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৫ ১০:০২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না নিয়েও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন—বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইশরাক হোসেন সরকারি কোনো দায়িত্ব গ্রহণ না করেই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন। যা একটি স্পষ্ট ক্রিমিনাল অফেন্স।”

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, “ইশরাক হোসেন ও তার নেতাকর্মীরা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে রেখেছেন। এতে করে নাগরিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা শতভাগ বিঘ্নিত হতে পারে।”

তিনি বলেন, “অফিসিয়ালি কোনো দায়িত্ব ছাড়াই প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করা শুধু অনৈতিকই নয়, আইনবহির্ভূতও। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হতে পারে।”

স্থানীয় সরকার উপদেষ্টার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো ইশরাক হোসেনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর