[email protected] মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মহামারির শুরু থেকে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫০২ জনে। মৃত্যুর হার বর্তমানে ১ দশমিক ৪৪ শতাংশ

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মারা যাওয়া দুইজনই নারী। এদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছর। তারা যথাক্রমে ঢাকা মহানগর এবং চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। আগের দিনে ১৮ জন শনাক্ত হয়েছিল ১৩৪টি নমুনার পরীক্ষায়।

এ পর্যন্ত দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা শনাক্তের হার বাড়লেও নমুনা পরীক্ষার পরিমাণ তুলনামূলকভাবে কম, যা প্রকৃত চিত্র তুলে ধরতে যথেষ্ট নয়। তারা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর