[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন ২০২৫ ৩:২২ পিএম

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের কোরবানির বাজারে গরুর দাম কিছুটা কম।

তিনি এর পেছনে সরবরাহ বৃদ্ধিসহ অর্থনৈতিক বাস্তবতাকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় পশুর দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে। একই সঙ্গে সামগ্রিক আর্থিক পরিবেশের প্রভাবও থাকতে পারে।"

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাট ব্যবস্থাপনাও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।” উপদেষ্টা ক্রেতা-বিক্রেতা এবং সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত বা সরাসরি অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর