[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

কাজটি ঠিক হয়নি, তা স্বীকার করছি— ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে ২০২৫ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এ ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর চাকরি পাওয়ার বিষয়টি নিয়ে প্রকাশিত সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “কাজটা ঠিক হয়নি—এটা আমি বিনা দ্বিধায় স্বীকার করছি।”

শনিবার (৩১ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এ দেশের মানুষের একটি টাকাও আত্মসাৎ করবো না—এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি আর্থিক সততা নিয়ে বড় হয়েছি।”

তিনি জানান, “আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সংক্রান্ত অভিযোগ উঠেছে। আমি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার প্রসঙ্গে তদন্তের নির্দেশনা দিয়েছি।”

ফয়েজ আহমদ জানান, নগদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

তবে তিনি বলেন, “এই ঘটনায় অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ও আমাকে জড়িয়ে বিতর্ক তৈরি করা হয়েছে, যা অনভিপ্রেত।”

এদিকে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আতিক মোর্শেদ দাবি করেছেন, “আমার স্ত্রী নিজ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নগদে চাকরির জন্য আবেদন করেন এবং প্রতিষ্ঠানটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তাকে শর্তসাপেক্ষে অস্থায়ী নিয়োগ দেয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর