[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৫ ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহার আগে অতিরিক্ত দুই দিন—৩ ও ৪ জুন—সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে এই দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরেছে। একইসঙ্গে তারা ঈদের পরের ছুটি দুই দিন কমানোর প্রস্তাবও করেছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “চলতি বছরে ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে জারিকৃত এক প্রজ্ঞাপনে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি ও ঈদের মূল ছুটি মিলিয়ে কর্মজীবীরা ১০ দিনের অবকাশ পাচ্ছেন।”

ধারণা করা হচ্ছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা আগামী ৭ বা ৮ জুন অনুষ্ঠিত হতে পারে। সে হিসাবে ঈদের আগে কর্মজীবীদের হাতে মাত্র ১ বা ২ দিন ছুটি থাকবে, যা দেশের বিশাল সংখ্যক মানুষকে ঢাকা থেকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত নয়।

মোজাম্মেল হক আরও বলেন, “ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে এবারের ঈদে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় রওনা হবেন। ঈদের আগের মাত্র এক বা দুই দিনের ছুটি থাকলে এই বিপুলসংখ্যক যাত্রীকে নিরাপদে পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে উঠবে।”

তিনি উল্লেখ করেন, “কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট, পশুবাহী যানবাহনের চাপ এবং যানজটের কারণে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যেতে পারে।”

এই বাস্তবতা বিবেচনায়, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের আগে ৩ ও ৪ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে ঈদের পরের ছুটি দুই দিন কমানোর আহ্বান জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর