[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৫ ১:২৯ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৬ মে) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ মে জারি করা পূর্বের নির্দেশনার আলোকে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং তার আশপাশের এলাকায় যেকোনো প্রকার জমায়েত, মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নির্দেশনা বহাল থাকবে বলে জানায় ডিএমপি। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানানো হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর