আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে তাঁরা গণঅনশন শুরু করেন।
এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকেও। আন্দোলনস্থলে তাঁকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে অংশ নিতে দেখা যায়। এর মধ্যে তাঁর একটি ব্যতিক্রমধর্মী স্লোগান—‘মুলা না বোতল’—সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মন্তব্য করেছেন ‘বোতল, বোতল’ বলে, আবার কেউ কেউ বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করা উচিত নয়।’ তবে অনেকেই এটিকে প্রতিবাদের ভিন্নধর্মী রূপ হিসেবে দেখছেন।
এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চার দফা দাবিতে আন্দোলন করছেন, তা হলো:
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: