আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। ভারত ও বাংলাদেশের মধ্যে যেসব প্রত্যার্পণ চুক্তি রয়েছে, সেগুলোর আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে আমরা সে অনুযায়ী কাজ শুরু করেছি।”
এ সময় তিনি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ টেনে বলেন, “তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।”
এর আগে গত ২৩ এপ্রিল দুদক জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে দুদক।
এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে মোট ৬টি মামলা করেছে দুদক।
এসআর
মন্তব্য করুন: