[email protected] বুধবার, ২৮ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ১০:৩৪ পিএম

ফাইল ছবি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. ছিবগাত উল্লাহ।

সোমবার (১২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।

দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন। ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পাবনা জেলার এই কৃতী সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ছাড়াও পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা ও ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও ছিবগাত উল্লাহ সফলভাবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি ইতালি, সুদান, আইভরিকোস্ট এবং কসোভোতে দায়িত্ব পালন করেন। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপানসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

সিআইডির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, “সিআইডি দেশের অপরাধ তদন্তের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের তদন্ত প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে।” এজন্য প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক অনুসন্ধান কাঠামো গড়ে তুলতে সরকারি সহায়তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয় এবং জনগণের সুবিচার প্রাপ্তি নিশ্চিত হয়।”

পরিচিতি সভায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর