[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৬:৪৯ পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক ও দেশীয় আদালতে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে গণতন্ত্রপন্থী ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। এ সময় গুম, খুন, ধর্ষণ, বেআইনি আটক, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিবেদনে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল—যার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, পুড়িয়ে মানুষ হত্যা, বেআইনি আটক, দমনমূলক অভিযান, সহিংস মিছিল ও উসকানিমূলক প্রচার। একইসঙ্গে, পলাতক নেতারা বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে, দলটি একটি সন্ত্রাসী সংগঠনের মতো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত এবং জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েছে। এসব কর্মকাণ্ড দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮(১) অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়, বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কোনো ধরনের সভা-সমাবেশ, প্রচার, মিছিল, সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, বা যেকোনো সংগঠনিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১০ মে (শনিবার) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর