পুঁজিবাজারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা হলো:
প্রধান উপদেষ্টা বলেন, “শেয়ারবাজারকে যে অবস্থায় নামিয়ে আনা হয়েছে তা অকল্পনীয়। এটি যেন আর লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়, সে জন্য দ্রুত সংস্কার দরকার। মানুষকে আস্থা ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “গত কয়েক দশকে যারা শেয়ারবাজার লুটপাটে যুক্ত ছিল, তাদের আইনের আওতায় না আনলে আস্থা ফিরবে না। এখন সময় হয়েছে দৃশ্যমান পরিবর্তন আনার।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এসআর
মন্তব্য করুন: