[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ৮:২৮ পিএম

ফাইল  ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের সংশোধনী আলোচনায় আজ শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, “আজকের বৈঠকে আইসিটি অ্যাক্ট সংশোধনের মাধ্যমে দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিচার এবং নিষিদ্ধকরণ নিয়ে আলোচনা হবে। এতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাবনাও রয়েছে।”

বিকেলে যশোরের কেশবপুরে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

এ সময় আরও বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত চলছে। এরইমধ্যে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকি জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।”

প্রেস সচিব আরও দাবি করেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের পতনে ভারতের রাজনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। এ কারণেই ভারতের কিছু মিডিয়া বাংলাদেশবিরোধী অপপ্রচারে লিপ্ত এবং কয়েকটি বাংলাদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে। তবে আমরা ভারতের মতো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।”

তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা একটি জাতির মেরুদণ্ড। অতীতে কিছু গণমাধ্যম স্বৈরাচারী সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়েছে, বিরোধী দলের অধিকার খর্ব করেছে। এখন সময় এসেছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার।”

ভুয়া মামলা সংক্রান্ত প্রশ্নে শফিকুল আলম বলেন, “আমরা কাউকে হয়রানিমূলক মামলায় ফাঁসাতে চাই না। সরকারের নির্দেশ রয়েছে—তদন্ত ছাড়া কাউকে হয়রানি নয়। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, কেবল তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য এবং বিদ্যালয়ের সভাপতি এসএম রাশিদুল ইসলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর