[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম দিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ৮:১১ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাহবাগে চলমান গণজমায়েত থেকে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ইন্টারিম সরকার, আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করুন। আপনাদের এক ঘণ্টা সময় দিলাম। যদি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বাংলামোটর পর্যন্ত এলাকা দখলে নেব।”

তিনি আরও বলেন, “আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মাঠ ছাড়ব। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এর আগে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে রাজধানীর ‘যমুনা’ রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপির নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) সকালে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমাবেশের ঘোষণা দেন এবং বিকেল ৪টা ৩০ মিনিটে সেই কর্মসূচি স্থগিত করে শাহবাগ মোড় অবরোধের ডাক দেন।

এরপর হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, এনসিপি ও সমমনা রাজনৈতিক জোটের নেতারা দাবি জানিয়ে আসছেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কারণে দলটি নিষিদ্ধ করা হোক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর