[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত আসবে, ধৈর্য ধরার আহ্বান প্রেস উইংয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে ২০২৫ ৩:২০ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৯ মে) প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দলের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরশাসন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে দলটি নিষিদ্ধের দাবি উঠেছে। সরকার এ বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিবেদনও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রেস উইং জানায়, জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনী আনার প্রক্রিয়া চলছে।

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারের অবস্থান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর