[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ থেকে সরে দাঁড়ালেন শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৫ ৯:৩১ পিএম

ফাইল ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষায় মনোযোগ দেওয়ার লক্ষ্যে তিনি এই পদ ছেড়েছেন। তবে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে আগামীতেও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৮ মে) রাতে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করে স্নিগ্ধ বলেন, “উচ্চশিক্ষায় সময় দিতে চাচ্ছি। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই, তাই নির্বাহী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।”

২০২৩ সালের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মৃতিকে ধারণ করে গঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো— শহিদদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের চিকিৎসাসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করা, এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা।

পদত্যাগের পরও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে পরোক্ষভাবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর