আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা।
জুমার নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা ও দোদুল্যমানতা লক্ষ্য করা যাচ্ছে তবে, তাদের মতে, জনগণ ইতোমধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ২০২৩ সালের ৫ আগস্ট সেই রায় দিয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো প্রয়াস জনগণ প্রতিহত করবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, “যে দল গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্তহীনতা দুর্ভাগ্যজনক। এই প্রশ্নে জনগণের অবস্থান পরিষ্কার এবং আন্দোলন চলমান রয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের বিচার পাওয়ার জন্য কেবল আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। জনগণের ঐক্যবদ্ধ রূপান্তরই হলো প্রকৃত শক্তি।
এসআর
মন্তব্য করুন: