মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শ্রমিকদের উন্নয়ন ছাড়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান ছিল গুরুত্বপূর্ণ, আজও তাদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।"
প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, "প্রথমেই করণীয় নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং পর্যায়ক্রমে সব সুপারিশ বাস্তবায়ন করতে হবে।"
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচটি শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
এ বছরের মে দিবসের প্রতিপাদ্য ছিল— শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে।
এসআর
মন্তব্য করুন: