[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

দ্রুত জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ২:০৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, "আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই।

আমরা এক ঐতিহাসিক মুহূর্তে রয়েছি, যা আমাদের বীর শহীদদের ত্যাগের ফসল। এই সুযোগ যেন হারিয়ে না যায়, বরং এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ নিপীড়নের শিকার না হয়, বিচারবহির্ভূত কোন প্রক্রিয়ার মধ্যেও যেন কাউকে পড়তে না হয়।"

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, "গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা জীবন বাজি রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন। বিচার ও বিচারবহির্ভূত নিপীড়নের মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে সংগ্রাম চালিয়ে গেছেন, এজন্য তাদের অভিনন্দন ও আমাদের সমর্থন জানাই।"

আলী রীয়াজ বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ে জামায়াতে ইসলামীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অগ্রসর হচ্ছি—সেখানে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর