[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

আদালতে উত্তেজনা সৃষ্টি করছেন তুরিন আফরোজ: রাষ্ট্রপক্ষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫ ৪:২৫ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ৪:৩১ পিএম

ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।

সকালবেলায় তাকে যখন আদালতে হাজির করা হয়, তখন তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। তবে পরে কাঠগড়ায় দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। ওই সময় তাকে সান্ত্বনা দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহিদুল হক ও ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত।

শুনানির সময় তুরিন আফরোজের আইনজীবী আদালতের উদ্দেশে বলেন, তার মক্কেলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি কিছু বক্তব্য দিতে চান।

বিচারকের অনুমতি পেয়ে তুরিন আফরোজ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায়বিচার চাই। কোনোদিন আমি রাজনৈতিক পদে ছিলাম না—শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ; হাঁটতেও পারি না।”

এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, “তিনি (তুরিন) মিথ্যা কথা বলে আদালতে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং উদ্দেশ্যমূলকভাবে প্যানিক তৈরির চেষ্টা করছেন।”

তখন তুরিন আফরোজ তার পায়ে নির্যাতনের চিহ্ন দেখান বিচারককে। শুনানি শেষে বিচারক তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে, গত ৭ এপ্রিল রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর