দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ৩৪২ টাকা।
নতুন করে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। নতুন মূল্য বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত কয়েক মাস ধরেই স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এই দাম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।
এসআর
মন্তব্য করুন: