[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ঘুষ চাওয়া হলে কী করবেন, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ৮:৫২ পিএম

ফাইল ছবি

ঘুষ, দুর্নীতি, অনিয়ম কিংবা হয়রানির শিকার হলে তা সরাসরি ই-মেইলের মাধ্যমে জানাতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যেকোনো দপ্তর বা সংস্থায় ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা দাখিলের জন্য সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও জানান, “অভিযোগের সঙ্গে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

অভিযোগ পাঠানোর ই-মেইল ঠিকানা:
[email protected]

পোস্টের শেষ অংশে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, “জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর