কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভুয়া মামলা দায়ের করলে আগের ২০ হাজার টাকার পরিবর্তে এখন থেকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
জরিমানা গুনতে হবে। ‘সিভিল প্রসিডিউর কোড’ (সিপিসি) সংশোধনের মাধ্যমে এই বিধান যুক্ত করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমাতে ও মামলার জট কমিয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সিপিসিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে—কাউকে শত্রু বানাতে চাইলে তার বিরুদ্ধে একটি জমি মামলা করে দাও। তাতে করে তিন প্রজন্ম ধরে সেই মামলা চলতে থাকে। সেই প্রজন্মজুড়ে মামলা শেষের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই এই সংশোধন। যাতে এক প্রজন্মেই বিচারপ্রক্রিয়ার সমাপ্তি সম্ভব হয়।”
রিজওয়ানা হাসান আরও জানান, মামলা নিষ্পত্তিতে অযথা বিলম্ব রোধে উকিলদের বারবার সময় নেওয়ার প্রবণতা ঠেকাতে সময় গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার রায় কার্যকরে আর আলাদা জারি মোকদ্দমার প্রয়োজন হবে না; রায়ের মধ্যেই বাস্তবায়নসংক্রান্ত নির্দেশ অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, “বিচার ব্যবস্থায় এখনো সেকেলে অনেক পদ্ধতি চালু আছে। এগুলো আধুনিক করতে সমন বা নোটিশ জারির ক্ষেত্রে টেলিফোন, এসএমএসসহ অন্যান্য প্রযুক্তিনির্ভর মাধ্যমকে বৈধতা দেওয়া হচ্ছে।”
সবশেষে তিনি জানান, ভুয়া মামলা দায়ের করে কাউকে হয়রানি করলে আর্থিক দণ্ডের পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা।
এসআর
মন্তব্য করুন: