ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক টেকসই ভিত্তিতে গড়ে তুলতে হলে অতীতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান প্রয়োজন—এমন বার্তা দিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য পাকিস্তানের দুঃখ প্রকাশ যথেষ্ট নয়, বাংলাদেশ চায় আনুষ্ঠানিক ক্ষমা। এছাড়া, স্বাধীনতা-পূর্ব সময়ে বাংলাদেশের সম্পদ হিসেবে বিবেচিত ৪২০ কোটি ডলার ফেরত চাওয়া হয়েছে। ইসলামাবাদ এ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশ সম্পর্কোন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাণিজ্য, পরিবহন, শিক্ষা, কৃষি ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ আলোচনাকে ‘ফলপ্রসূ’ ও ‘নাইস’ হিসেবে আখ্যায়িত করেন।
দু’দেশই ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচকভাবে সহযোগিতার পথ খুঁজে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
এসআর
মন্তব্য করুন: