[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

“পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা” — নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৫:০৩ পিএম

ফাইল ছবি

পহেলা বৈশাখের মতো জাতীয় উৎসবকে অতীতে ফ্যাসিস্ট সরকার দলীয়করণ করে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এবারই প্রথম আমরা হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছি। এ এক মুক্তির আনন্দ। আশা করি, ভবিষ্যতে পহেলা বৈশাখ আরও বৃহৎ পরিসরে একটি সার্বজনীন জাতীয় উৎসব হিসেবে পালিত হবে।”

তিনি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা চাই রাষ্ট্রের পুনর্গঠন। গত জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই সেই নবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যদি পুরনো রাষ্ট্রকাঠামো অপরিবর্তিত থাকে, তাহলে জুলাই বিপ্লবের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া চলছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণ দ্রুত বিচার ও কাঠামোগত সংস্কার প্রত্যাশা করছে। এই সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাবো।”

তিনি জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগিয়ে যাচ্ছে এবং ফ্যাসিবাদের অবসান ও একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের কাজ চলমান থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর