[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হয়েছে বর্ষবরণ আয়োজন: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করেও এ বছরের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, মাত্র ৮ কর্মদিবসে এত বড় ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন সম্ভব হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায়, যা সত্যিই প্রশংসনীয়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বর্ষবরণ আয়োজনে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।

তিনি বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণকে শুভেচ্ছা ও সম্মান জানাই। এবারের আয়োজনে নানা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল, কিছু ষড়যন্ত্রও ছিল। তবে সকলের সম্মিলিত চেষ্টায় আমরা সেগুলো অতিক্রম করতে পেরেছি এবং সফলভাবে উৎসব সম্পন্ন করতে পেরেছি।”

জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই স্বীকৃতির পেছনে মূলত তিনটি উদ্দেশ্য ছিল, যার একটি হলো—দেশের সকল নৃগোষ্ঠী ও তাদের সংস্কৃতি তুলে ধরা। এবার আমরা সেটাই করেছি। এবারের শোভাযাত্রা ছিল সবচেয়ে জাকজমকপূর্ণ এবং বৈচিত্র্যে ভরপুর।”

উপাচার্য আরও বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করেছেন বলেই অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করেছি পহেলা বৈশাখের আদি ও সার্বজনীন চেতনা তুলে ধরতে।”

তিনি বলেন, “বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, আমরা যেন সেই সম্ভাবনা হারিয়ে না ফেলি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর