ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার উঠে এসেছে আন্তর্জাতিক মানবতার বার্তা।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে অংশগ্রহণকারীরা বহন করেছেন ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার, যেখানে লেখা ছিল ‘Free Palestine’, ‘গাজা গণহত্যা বন্ধ করো’ প্রভৃতি স্লোগান।
শোভাযাত্রার অন্যতম দৃষ্টি আকর্ষণ ছিল তরমুজের ফালি আকৃতির একটি বিশাল মোটিফ, যা ফিলিস্তিনি প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।
আয়োজকদের মতে, তরমুজের বাইরের সবুজ এবং ভেতরের লাল, সাদা ও কালো রঙ ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে মিলে যায়, যা তাদের প্রতীকী সংগ্রামের প্রতিনিধিত্ব করে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রা চারুকলা প্রাঙ্গণ থেকে যাত্রা করে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় মোট ২১টি শিল্পমাধ্যম প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ।
এবারের মূল থিম ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়া পায়রা, মাছ, বাঘ ও আলোচিত পানির বোতলের মোটিফও শোভাযাত্রায় নজর কাড়ে।
এসআর
মন্তব্য করুন: