[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বর্ষবরণে ঢাবিতে আনন্দ শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৯:৪৬ এএম
আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ৯:৪৯ এএম

সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় এই শোভাযাত্রার সূচনা হয়, যেখানে অংশ নেন হাজারো মানুষ।

চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর রঙে সাজানো। ভোর থেকেই শুরু হয় মানুষের ভিড়, যা ছড়িয়ে পড়ে রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়। শোভাযাত্রায় অংশ নেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরাও অংশ নেন। মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বিশাল বাঘ, পাখি ও মাছসহ বিভিন্ন শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতির রূপ।

শোভাযাত্রা ঘিরে ছিল উৎসবের রঙ, পোশাকে লাল-হলুদ-সবুজ-কমলার ছটা, নারীদের মাথায় ফুলের মালা আর শিশুদের মুখে উচ্ছ্বাস। দেশের নানা প্রান্ত থেকেও মানুষ এসেছেন এই আয়োজনে অংশ নিতে।

এক দর্শনার্থী বলেন, "এই শোভাযাত্রা আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা আর ঐক্যের প্রতীক।"
ঢাবির শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, "এত মানুষ একসঙ্গে হওয়ার আনন্দই সবচেয়ে বড়।"

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়।
শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর