[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পাসপোর্টে ফিরে এলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ৫:২৮ পিএম

ফাইল ছবি

বাংলাদেশি পাসপোর্টে দীর্ঘদিন ধরে থাকা ‘ইসরায়েল ব্যতীত সব দেশে ভ্রমণযোগ্য’ শর্তটি আবারও পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, "পূর্বের ন্যায় পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপসচিব নীলিমা আফরোজ।

উল্লেখ্য, ২০২১ সালে ইসরায়েল সংক্রান্ত নিষেধাজ্ঞাটি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখনও জানায়, বাংলাদেশের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর