[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

মার্চ ফর গাজা’য় মিজানুর রহমান আজহারী:

জনতার ঢল ফিলিস্তিন ও আল-আকসার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫ ৪:৪৯ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণসমাবেশে অংশ নিয়ে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, “এই জনসমুদ্র প্রমাণ করে—ভৌগোলিকভাবে আমরা দূরে থাকলেও, আমাদের প্রত্যেকের হৃদয়ে একটি করে ফিলিস্তিন রয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। তার সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সমাবেশে মিজানুর রহমান আজহারী ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ও ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’—এই প্রতীকী স্লোগানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে আওয়াজ তোলা।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইসলামিক স্কলার, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করে সংহতি জানান।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই গণজমায়েত, যা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর