বাংলাদেশকে বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "বাংলাদেশকে একটি ইনভেস্টমেন্ট হাবে রূপান্তরের লক্ষ্যেই এনসিপি কাজ করছে।"
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের পক্ষ থেকে তিনি বক্তব্য দেন।
বিনিয়োগ পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিগত ১৫ বছরে দেশের অর্থনীতিকে দুর্বল করা হয়েছিল। আমরা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছি যে, এনসিপি সরকারে গেলে বাংলাদেশ হবে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ‘ওয়ানস্টপ সল্যুশন’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি।”
তিনি জানান, বাংলাদেশকে ব্যবসার পরিবেশ সূচকে (Ease of Doing Business Ranking) শীর্ষ ৫০ দেশের মধ্যে আনতে চায় এনসিপি। এছাড়া বর্তমানে প্রতি বছর ১.৩ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) প্রবাহকে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
নবায়নযোগ্য শক্তি ও সুনীল অর্থনীতি
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নবায়নযোগ্য শক্তিতে দেশের অবদান ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে এনসিপি। পাশাপাশি কৃষিপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, বৈশ্বিক উৎপাদন খাত এবং সুনীল অর্থনীতি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান
মধ্যপ্রাচ্যভিত্তিক বিনিয়োগকারীদের সঙ্গে দেশের মাদ্রাসাগুলো এবং আরবি ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। তারা জানান, এই শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক চাকরির সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।
এসআর
মন্তব্য করুন: