অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘হত্যাচেষ্টা ও গুরুতর আহত’ হওয়ার খবরটি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়ানো পোস্টে দাবি করা হয়, “প্রধান উপদেষ্টার ওপর হত্যাচেষ্টা, গুরুতর আহত ড. ইউনূস।” এসব পোস্টে ‘বিস্তারিত জানতে কমেন্ট করুন’— এমন আহ্বানও দেখা গেছে। মূলত ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এবং বিভ্রান্তি ছড়াতেই এমন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
গুজবের উৎস ও বিশ্লেষণ
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এসব পোস্টের উৎস হিসেবে অনেক ক্ষেত্রে একটি ব্লগসাইটের (newsbangla.my.id) লিংক দেওয়া হয়েছে। সাইটটি গুগলের ফ্রি প্ল্যাটফর্মে তৈরি হওয়া একটি ব্লগ, যার কোনো বিশ্বাসযোগ্যতা বা স্বীকৃত অবস্থান নেই।
ওই সাইটে প্রকাশিত তথাকথিত ‘সংবাদটিতে’ প্রকাশের তারিখ নেই, সূত্রের উল্লেখ নেই এবং ছবিতেও কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায় না।
মাধ্যমিক তথ্য ও বাস্তবতা
গণমাধ্যম পর্যবেক্ষণে দেখা গেছে, ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে এমন কোনো ঘটনা ঘটলে তা দেশের প্রধান প্রচারমাধ্যমগুলোতে তাৎক্ষণিকভাবে প্রচারিত হতো। অথচ কোনো সংবাদমাধ্যমেই এমন কোনো খবর পাওয়া যায়নি।
বরং ৯ এপ্রিল (বুধবার) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ হয়েছে। সেখানে তাঁকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় অংশ নিতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে।
রিউমর স্ক্যানারের সতর্কতা
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো একটি ‘সংগঠিত প্রচেষ্টা’ হতে পারে। সামাজিক মাধ্যমে যেকোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে সেটির নির্ভরযোগ্য উৎস যাচাই করার আহ্বান জানিয়েছে তারা।
এসআর
মন্তব্য করুন: