[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ১২:২৮ এএম

সংগৃহীত ছবি

ড. খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. খলিলুর রহমানের আগের পদবি পরিবর্তন করে এখন থেকে তাকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে গণ্য করা হবে।

এছাড়া তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত কার্যক্রমেও সহায়তা করবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর তিনি রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলির হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর