বাংলা নববর্ষ ১৪৩২ এবার শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না—বরং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বিশ্বের একটি দেশ—ফিলিস্তিন—যেখানে আজ গণহত্যা চলছে। এমন বাস্তবতায় শুধু দেশের মঙ্গল কামনায় নববর্ষ উদযাপন সম্ভব নয়। তাই আমরা এবার বৈশাখ উদযাপন করব সারা বিশ্বের শান্তি কামনা করে।”
ফারুকী জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন প্রায় ২০০ জন ব্যান্ড শিল্পী। শোভাযাত্রার শুরুতে পরিবেশন করা হবে জনপ্রিয় প্রতিবাদী গান “From the river to the sea, Palestine will be free”। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঁচশ মিউজিশিয়ানকে আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, “দেশজুড়ে ছড়িয়ে থাকা সব বয়সের মিউজিশিয়ানদের আমরা আহ্বান জানাই—তারা যেন গিটার ও ফিলিস্তিনের পতাকা হাতে শোভাযাত্রায় যোগ দিয়ে বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেন।”
সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, “চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। এবারের শোভাযাত্রা হবে আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণ। থাকবে তরুণদের সরব উপস্থিতি, ব্যান্ড সংগীত এবং সময়োপযোগী বার্তা।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূত্রে জানা গেছে, বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস এবার নববর্ষ উপলক্ষে কিছু ব্যতিক্রমধর্মী আয়োজন উপস্থাপন করছে, যা এই প্রথমবারের মতো বৈশাখী শোভাযাত্রায় অন্তর্ভুক্ত হচ্ছে।
শোভাযাত্রার মূল আকর্ষণগুলোর মধ্যে থাকবে ব্যান্ড সংগীতের উদ্দীপনাময় পরিবেশনা, মানবিক ও প্রতিবাদী বার্তাবাহী ব্যানার এবং বিশ্বশান্তির প্রত্যাশায় অনন্য শৈল্পিক উপ
এসআর
মন্তব্য করুন: