[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ২:২০ পিএম

ফাইল  ছবি

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) তিনি চার দিনব্যাপী এ সামিটের তৃতীয় দিনের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অংশ নিয়ে ড. ইউনূস বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

এই দিনে তিনি মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির, আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা পাওয়ার পথ উন্মুক্ত হলো বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সামিটে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সম্মেলনের প্রথম দুই দিনে তারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়া, দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশকে লোন দেওয়ার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছে।

সামিটের তৃতীয় দিনে সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিয়ন্ত্রক কার্যক্রম সহজীকরণ এবং একটি নতুন জ্বালানি নীতি প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে। এই উদ্যোগগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিষ্ঠান স্থানান্তরের জন্য এখন একটি অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকার সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত"।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর