[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২ জন : যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ১১:৫৫ এএম
আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১২:০০ পিএম

বিদায়ী ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়ক, রেল এবং নৌ-পথে ব্যাপক দুর্ঘটনার ঘটনায় মারাত্মক ক্ষতির খবর এসেছে।

বিদায়ী ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়ক, রেল এবং নৌ-পথে ব্যাপক দুর্ঘটনার ঘটনায় মারাত্মক ক্ষতির খবর এসেছে

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, সড়কে ৩১৫টি দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন।

এছাড়া, রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার পাশাপাশি, নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। সার্বিকভাবে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন।

এই তথ্যাদি বৃষ্টিদাবার পরও চলমান ভারী যাতায়াতের প্রেক্ষিতে যথাসময়ে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলে।


সামগ্রিক পরিস্থিতি ও দুর্ঘটনার বিবরণ ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর