[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ৯:২২ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে আরও ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

 ইতোমধ্যে সংস্থাটি বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান জানান, এবারের সম্মেলনের মূল লক্ষ্য বিনিয়োগকারীদের মধ্যে নেটওয়ার্কিং ও আস্থা তৈরি করা। তিনি বলেন, “এখনই সরাসরি বিনিয়োগ নয়, বরং সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

বিনিয়োগকারীরা প্রধানত দুটি বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন—বাংলাদেশে বিনিয়োগ করলে কী সুবিধা মিলবে এবং বর্তমানে ব্যবসায়ীরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া তারা জানতে চাচ্ছেন, লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।

চৌধুরী আশিক আরও বলেন, “ইজ অব ডুয়িং বিজনেস সূচক এখন আর বাস্তব ভিত্তিক নয়। পৃথিবীর প্রতিটি দেশে কোনো না কোনো সমস্যা রয়েছে। তবে আমরা এক থেকে দুই বছরের মধ্যে বড় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিচ্ছি।”

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, “এটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সমস্যা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন।”

তিনি জানান, এনডিবি সম্প্রতি ওয়াসার সঙ্গে একটি প্রকল্প শুরু করেছে এবং ভবিষ্যতে হাসপাতাল, হাউজিংসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতেও বিনিয়োগে আগ্রহী। তারা চাচ্ছে সরকারি খাত ছাড়াও বেসরকারি খাতে অর্থায়ন করতে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, একটি চীনা কোম্পানি সাড়ে তিন বছর ধরে বাংলাদেশে লাইসেন্স পেতে চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির বিষয়ে বিস্তারিত তথ্য এক সপ্তাহের মধ্যে জানানো হবে।

চলমান সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। বিডার আয়োজনে এই আয়োজন চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর