বাংলাদেশ পুলিশ প্রশাসনের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর দুই পাশের দুটি থানার নাম পরিবর্তন করেছে সরকার।
এখন থেকে এই দুটি থানার নতুন নাম হবে যথাক্রমে যমুনা সেতু পূর্ব থানা ও যমুনা সেতু পশ্চিম থানা।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকার ‘বঙ্গবন্ধু সেতু’-র নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম ‘যমুনা সেতু’ ঘোষণা করে। সংশ্লিষ্ট স্থাপনার নামের সঙ্গে মিল রেখে থানাগুলোর নামও সংশোধন করা হয়েছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: