[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

“সবার গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে” — প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ৫:৫৭ পিএম

ফাইল  ছবি

গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে দেশে সংঘটিত সহিংসতা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেস সচিব বলেন, “সোমবার ঢাকা ও দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে যেসব সহিংস ও বেআইনি ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি এ ধরনের আক্রমণ কোনোভাবেই সহ্যযোগ্য নয়।”

তিনি জানান, এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি মামলা দায়ের হয়েছে। তদন্তের ভিত্তিতে আরও মামলা করার প্রস্তুতি চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শফিকুল আলম বলেন, “আইনের শাসন নিশ্চিত করতে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে পুলিশ গত রাতে অভিযান চালিয়েছে। বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সহিংসতায় জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সকল অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় যারা কোনো তথ্য জানেন বা তদন্তে সহায়তা করতে পারেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। সরকার নিশ্চিত করতে চায়, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর