[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হাসিনা সরকারকে দোষারোপ করলেন তুরিন আফরোজ, রিমান্ড ৪ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ৫:৪৮ পিএম
আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ৫:৫৭ পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাকে নিজেই বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

সেখানে তিনি বলেন, “আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর চাকরি থেকে বঞ্চিত ছিলাম। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কোনো বক্তব্য দিইনি বা কিছু লেখিনি। ৪ আগস্ট যেদিন ঘটনার কথা বলা হচ্ছে, সেদিন আমার টিউমারের অপারেশন হয়। আমি চিকিৎসাসংক্রান্ত সব রিপোর্ট দিতে পারবো। আমি তদন্তে সহযোগিতা করব। আশা করি, ন্যায়বিচার পাবো।”

শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন আ. জব্বার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়। মামলার এজাহারে তুরিন আফরোজকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর