বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশের রপ্তানি খাতে বড় ধরনের ঝুঁকি দেখা দিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এ সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ দেখা দেওয়ায় তা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা, অর্থনীতি ও বাণিজ্য খাতের বিশেষজ্ঞ, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সংক্রান্ত বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব এবং আশাকরি একটি সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।”
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ব্যাংকক থেকে জানান, সরকার কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের রপ্তানি ও অর্থনীতির ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”
এসআর
মন্তব্য করুন: