পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য অনুযায়ী, চলতি বছর ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
প্রতিষ্ঠানটির মতে, হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ ২৭ মে সন্ধ্যায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। যদি এই হিসাব সঠিক হয়, তাহলে ৫ জুন পবিত্র আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহা পালিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের চাঁদ উদিত হবে, যা সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত দৃশ্যমান থাকতে পারে। ফলে চাঁদ দেখা নিশ্চিত হলে ৬ জুন ঈদ উদযাপন হবে। তবে চাঁদ দেখা না গেলে ঈদ হবে ৭ জুন।
বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে। সে হিসেবে এখানে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা পালিত হতে পারে।
ঈদুল আজহা মুসলিমদের জন্য কোরবানির ঈদ হিসেবে পরিচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.) তার পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এটি ছিল তাঁর মহান ত্যাগ ও আনুগত্যের প্রতীক।
ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণা গুরুত্বপূর্ণ হবে।
এসআর
মন্তব্য করুন: