প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল ফিতরের মহান বার্তা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের একে অপরের কাছাকাছি আসার, দূরত্ব কমানোর এবং সমাজকে ঐক্যবদ্ধ করার সুযোগ করে দেয়। জাতির এই ঐক্য এখন সময়ের দাবি।’
সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই ঐক্য ও সংহতির বার্তা মনে রাখতে হবে। আমরা যদি একে অপরের প্রতি সহনশীল হই এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এখন জরুরি, যা আমাদের প্রতিদিন মনে রাখতে হবে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়, যাতে তারা স্বাধীনভাবে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের পারস্পরিক মঙ্গল কামনা করতে হবে এবং দেশ ও বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে হবে।’
ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘ঈদ হলো জাতিকে পরিশুদ্ধ করার এক অনন্য দিন। এটি সকল বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার শিক্ষা দেয়। বর্তমান সময়ে এই জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজনীয়।’
এগিয়ে যাওয়ার এই যাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, কূটনীতিক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: