[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫ ১২:৫৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা টিকিয়ে রাখতে সবার মধ্যে আরও সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

রোববার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশ গঠনের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দোয়া থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের দিনে বাংলাদেশের প্রতিটি গ্রাম, শহর, বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাই। বিশেষ করে, যারা জামাতে অংশ নিতে পারেননি—প্রবাসী ভাইবোন, হাসপাতালে চিকিৎসাধীন কিংবা অন্য কোনো কারণে নামাজে শরিক হতে পারেননি—তাদের প্রতিও রইল শুভেচ্ছা ও ভালোবাসা।”

প্রধান উপদেষ্টা ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, “ঈদ হলো ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের প্রতীক।

এই দিনটি যেন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে উদযাপন করি এবং জাতীয় ঐক্যকে স্থায়ী রূপ দিই।

বিশেষ মোনাজাতে আমরা সেইসব মানুষের জন্য দোয়া করব, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আত্মত্যাগ করেছেন। আহতদের সুস্থতার জন্যও প্রার্থনা করব।”

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে শরিক হন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ঈদের নামাজে ইমামতি করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর