পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩০ মার্চ) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য বন্ধনে আবদ্ধ করে।”
তিনি আরও বলেন, “ঈদ আমাদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং অন্যের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই এক হয়ে ন্যায়, মানবতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই।”
দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদুল ফিতর আমাদের সেই অনুপ্রেরণা দিক।”
তিনি আরও বলেন, “ঈদের জামাতে সবাই যেন দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির জন্য প্রার্থনা করেন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
এসআর
মন্তব্য করুন: