জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "গত ১৫-১৬ বছর যারা নিপীড়নের শিকার হয়েছেন, তারা জানেন এই স্বাধীনতার প্রকৃত মূল্য। ৫ আগস্ট আমাদের জন্য নতুন এক মুক্তির দিন। কিন্তু যারা সবসময়ই আপসের রাজনীতি করেছেন, তাদের কাছে এটি তেমন গুরুত্বপূর্ণ নয়।"
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, "যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা সুবিধাভোগী বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে কোনো স্বাধীনতাই গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে আসল বিষয় হলো লুটপাটের স্বাধীনতা।"
তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্র নীতির ভিত্তি রচিত হয়েছে, যেখানে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।"
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের চাপে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় এবং বাংলাদেশে নতুন এক স্বাধীনতার যুগ শুরু হয় বলে মনে করেন এনসিপির আহ্বায়ক।
এসআর
মন্তব্য করুন: