একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সোমবার (২৪ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "স্বাধীনতা-পরবর্তী যে বাংলাদেশ কল্পনা করা হয়েছিল, সেই পথ রুদ্ধ হয়েছিল স্বৈরাচারী শাসনামলে। জনগণের মৌলিক অধিকার সংকুচিত হয়ে পড়েছিল। তবে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসী ভূমিকার মাধ্যমে জাতি স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে।"
তিনি আরও বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ রাত ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ কালরাত, যখন পাকিস্তানি বাহিনী ঢাকাসহ সারা দেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই বর্বরোচিত হামলায় শহীদদের।"
অধ্যাপক ইউনূস বলেন, "মার্চের উত্তাল দিনগুলোতে যখন পুরো বাংলাদেশ আন্দোলনমুখর ছিল, তখন ২৫ মার্চ রাতে স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন এবং মধ্যরাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ভয়াবহ হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ অসংখ্য মানুষ শহীদ হন।"
তিনি বলেন, শহীদদের আত্মদানের পথ ধরেই আমরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। এই আত্মত্যাগের চেতনায় দেশকে শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
এসআর
মন্তব্য করুন: