সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস পরীক্ষা নিয়ে যেকোনো আপডেট জানতে প্রার্থীদের পিএসসি ও টেলিটকের ওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: