বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "আপনারা জাতির কৃতি সন্তান। মনোবল হারাবেন না। আপনাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।"
তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি ডিজিএফআই, এসএসএফ ও বিভিন্ন উদ্যোক্তা ও ব্যাংকাররা আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
সেনাবাহিনী প্রধান আরও জানান, এ পর্যন্ত ৪ হাজার ২১৫ জন আহতকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের সফল অস্ত্রোপচার হয়েছে, বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
অনুষ্ঠান শেষে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: