protidinerbangla22@gmail.com সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২২ মার্চ) রাজধানীর মালিবাগের স্কাইসিটি হোটেলে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আমরা আড়াই বছর আগে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এখন সংস্কার ও নির্বাচনকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে।

আমরা সবাই রাজনীতিবিদ, মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে আমাদের ঐক্য থাকা উচিত।”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলছেন, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আমরা পর্যায়ক্রমে করবো এবং সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যাবো।”

ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এতে বিএনপির সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর