কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কোনো উপহার, স্মারক বা মূল্যবান বস্তু গ্রহণ করা যাবে না—এমন বিধান রেখে সরকারি অ-আর্থিক সংস্থাগুলোর জন্য নতুন কোড অব কন্ডাক্ট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
সম্প্রতি অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবাগ্রহীতাদের এমনভাবে সেবা প্রদান করবেন, যাতে তারা সন্তুষ্টি প্রকাশের সুযোগ পান, তবে কোনো উপহার বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা চলবে না।
অ-আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে, দেশের আইনের অধীনে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, কমিশন, কাউন্সিল ও বোর্ড।
অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব রহিমা বেগমের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী তাদের পরিবারের জন্য পরোক্ষ বা প্রত্যক্ষভাবে লাভজনক কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। একইসঙ্গে, অবৈধ বা অস্বাভাবিক সুবিধা গ্রহণের সুযোগও নেই।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার জন্যই এই বিধান কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এসআর
মন্তব্য করুন: